বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার কার্যকরী পদক্ষেপ নেয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পুর্ণ হয়েছে।
ফরিদপুর জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের উদ্যোগে শনিবার বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে ধানের চারা বিতরণকালে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, সরকার সবসময়ই জনসাধারণের পাশে রয়েছে। একমসয় সারের জন্যে মানুষকে জীবন দিতে হয়েছে। এখন সার কৃষকের পেছনে ছোটে। কৃষির অভুতপূর্ব উন্নয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম মারুফ, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ফরিদপুরের তিনশ ৪০টি ভাসমান বীজতলা ও দুই একর ৭০ শতাংশ জমিতে আপদকালীন চারা রোপন করা হয়েছে, যা একশ একর জমিতে রোপন করা যাবে।
বাংলা৭১নিউজ/জেএস