বাংলা৭১নিউজ,জাহাঙ্গীর ভুঁইয়া, মানিকগঞ্জ প্রতিনিধি: নদী পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানজট অব্যাহত রয়েছে। যানবাহনের চাপ, প্রবোল স্রোত ও ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট যানবাহনর চাপ বড় যানজটর সৃষ্টি হয়েছে। উভয় পারে নদীপারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। শুক্রবার রাতে আসা নৈশ কোচগুলা পার হয়ে শনিবার সকাল ৮টার পর।
বিআইডব্লিউটিসি সূত্র জানা যায় বৃহস্পতি, শুক্র ও শনিবার এমনিতেই গাড়ির চাপ বেশী থাকে। যানবাহনের তুলনায় ফেরি কম হওয়ায় ফরি পারাপর অচলবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে বাড়তি যানবাহনের পাশাপাশি এ রুট ফেরি সংকট আছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত মোট ১১টি রো রো ফেরির মধ্যে ২টি রোরো (বড়) ফেরি নারায়নগঞ্জ ডকইয়ার্ড, ২টি পাটুরিয়া ভাসমান কারখানায় সংস্কারের জন্য রয়েছে। ১টি মাওয়া রুট নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান এ রুট ৬টি বড় ও ২টি ছাট ৬টি ইউটিলিটি ফেরি চলাচল করেছে। এর মধ্যে খানজাহান আলী ও বীরশ্রষ্ঠ মতিউর রহমানর যান্ত্রিক সমস্যা দেখা দিলে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে নিয়ে কাজ করানা হচ্ছে। এমতাবস্থায় মাত্র ১৩টি ফেরি দিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ভাসমান কারখানার ইঞ্জিনিয়ার সুবল বাবু জানান, ফেরি সংকট এবং বাড়তি যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের উপর। সামনে ঈদ, পশুবাহি ট্রাক আসতে শুরু করেছে। দ্রুত ফেরিগুলো সংস্কার হয়ে আসা দরকার বলে তিনি মনে করেন।
বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসার ডিজিএম আজমল হক জানান, বৃহস্পতিবার গাড়ির চাপ বদ্ধি, নদীত স্রোত এবং ফরি সংকট থাকায় এবস্থাতার সৃষ্টি হয়েছে। মেরামতে থাকা ফরিগুলা ঠিক হয় আসলে এ সমস্যা থাকবে না বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস