বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

কুবি প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

কুবি সংবাদদাতাঃ
  • আপলোড সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোঃ আবু তাহেরকে নিয়ে কতিপয় কর্মকর্তা-কর্মচারী কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে প্রশাসনকে সাত দিনের মধ্যে বিচারের আল্টিমেটাম দিয়েছেন তারা।

গত ২৪ আগস্ট বুধবার কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং তিন দিনের মধ্যে বিচারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন।  

এরই পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট (সোমবার) বেলা ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করে।

এসময় তারা  কতিপয় কর্মকর্তা-কর্মচারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে স্লোগান ও বক্তব্য দেয়।

মানববন্ধনে অংশ নেওয়া পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অপর্ণা নাথ বলেন, তিন দিন আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। একজন অধ্যাপকের বিরুদ্ধে এইরকম কুরুচিপূর্ণ মন্তব্য কাম্য নয়। আমরা তাদের বিচার চাই।

এ সময় তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী  তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা সাত দিনের মধ্যে বিচারের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনে ছাড়ার সিদ্ধান্ত নেয়।  

সাত দিনের আল্টিমেটামের বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসান বিদ্যুৎ বলেন, আমরা সাত দিন সময় দিয়েছি এর মধ্যে বিচার করতে হবে। না হয় আমরা আবার প্রশাসনিক ভবনে অবস্থান নিবো এবং প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ দপ্তরে তালা দিবো। এই সাত দিন সকল পরিক্ষা বর্জন করবো আমরা।  

এ বিষয়ে প্রক্টরের সাথে কথা বললে তিনি জানান, আমরা আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করবো। বিচারের দাবিতে এবং উপাচার্য স্যারকে পরামর্শ দিবো সাত দিনের মধ্যে বিষয়টি সমাধান করতে।

উল্লেখ্য, একজন কর্মচারীকে হুমকির অভিযোগ এনে সাবেক রেজিস্ট্রার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোঃ আবু তাহেরের বিরুদ্ধে  কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ মানববন্ধন করে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com