কথায় কথায় চাকরিচ্যুত না করার দাবিসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দোকান কর্মচারীরা। শুক্রবার সকাল ১০টায় নগরীর চকবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে ও সহসভাপতি রনি তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়নের সভাপতি একে আজাদ, রিকশা-ভ্যান ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার রহমান প্রমুখ।
তাদের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে নিয়োগপত্র, কর্মঘণ্টা নির্ধারণ করে বেতন বাড়ানো।
কর্মসূচিতে তারা বলেন, চলমান দ্রব্যমূল্যের বর্ধিত বাজারে মালিকরা পণ্যের দাম বৃদ্ধি করে তাদের মুনাফা ঠিক থাকলেও বিপাকে পড়েছেন কর্মচারীরা। বাজারের সঙ্গে মিল রেখে বেতন বাড়ানো না হলে পরে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাসার আকন, আবুল হোসেন, তুষার সেন, আলাউদ্দিন মোল্লা এবং আবু সাইদসহ প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসআর