ভুয়া কাগজপত্র সৃজন করে উত্তরা ব্যাংকের ঢাকার ফকিরাপুল শাখা থেকে ৯০ কোটি টাকা ঋণ উঠিয়ে নেওয়ার অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাসহ পাঁচ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন-ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার খন্দকার মো. আব্দুল আলীম, শহীদ হাসান সিদ্দিকী ও মো. মিজানুল হক।
এছাড়া গ্রাহক শেখ হুমায়ন কবির (শাওন) ও ক্রিসেন্ট সার্ভে অ্যান্ড ইন্সপেকশনের সার্ভেয়ার মো. বেলায়েত হোসেনকেও এ মামলার আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জাল-জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙের মাধ্যমে উত্তরা ব্যাংকের ফকিরাপুল শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৯০ কোটি টাকা ঋণ উঠিয়ে নেন। এ অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এজাহারে আরও বলা হয়, তদন্তকালে নতুন কোনো তথ্য বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা সন্নিবেশিত করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ