বুধবার, ২২ মে ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

দলীয়প্রধানের পদও হারাচ্ছেন নওয়াজ!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধানের পদ থেকে নওয়াজ শরিফকে সরিয়ে দেয়ার জন্য মঙ্গলবার নির্দেশ দিয়েছে। ইসিপির নির্দেশে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক দলবিধি ২০০২ অনুযায়ী অযোগ্য ঘোষিত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারেন না। পানামা পেপারস নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশও এতে তুলে ধরা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য নওয়াজের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া পিএমএল-এনের গঠনতন্ত্রের ১৫ বিধিও তুলে ধরেছে ইসিপি। দলীয় সভাপতির পদ খালি হলে সাত দিনের মধ্যে তা পূরণ করার কথা এ বিধিতে বলা হয়েছে। পিএমএল-এনকে নতুন দলীয় প্রধান নির্বাচন করে তা ইসিপিকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।

এ নির্দেশ পাওয়ার পর অর্থমন্ত্রী ইশাকদার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিশারসহ পিএমএল-এনের প্রবীণ নেতারা বৈঠকে বসেছেন। রাজধানী ইসলামাবাদ থেকে নিজ শহর লাহোরে যাওয়ার একদিন আগে এ নির্দেশ দিল ইসিপি। দুই দিনের ‘ঐতিহাসিক’ শোভাযাত্রা করে নওয়াজ লাহোর যাবেন বলে ঘোষণা করা হয়েছিল।

তবে নওয়াজ সুপ্রিমকোর্টের ওই রায়ের তীব্র সমালোচনা করেছেন। সোমবার তিনি বলেছেন, তাকে বিচারের আগেই অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং এ জন্য একটি অজুহাত খোঁজা হচ্ছিল। পানামা পেপারস নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আলোচনার সময়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিচারকরা মন্তব্য করেছেন যে, নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ অপব্যবহারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাঁচ ‘মহৎ ব্যক্তিত্ব’ এমন এক ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করেছেন যার কিনা লাখ লাখ মানুষের দেয়া ম্যান্ডেট রয়েছে এবং এটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

পানামাগেট নিয়ে আদালতের রায়ে দুঃখ প্রকাশ করেন তিনি। সুপ্রিমকোর্টের বিচারকদের মন্তব্যে আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, একজন বিচারপতি এমনও বলেছেন যে, প্রধানমন্ত্রীর জানা উচিত পাকিস্তানের আদিলা কারাগারে অনেক খালি জায়গা আছে। এটি বিচারকসুলভ আচরণ নয় বলেও দাবি করেন তিনি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com