মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’ রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ আজিজ-বেনজীর কাদের সৃষ্টি, প্রশ্ন ফখরুলের মোবাইলের পাশাপাশি ল্যান্ডফোনে গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজধানীর ১৮ ওয়ার্ড ঢাকার ট্রাফিক সমস্যা দূর করতে কাজ করছে ডিএমপি : জাইকা ট্রেনের ফিরতি যাত্রার আসন বিক্রি শুরু ১০ জুন অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁস, মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী রাজধানীতে ঝড়-বৃষ্টি-বাতাস, বিদ্যুৎস্পৃষ্টে ৩ মৃত্যু ঝড়ের রাতে প্রবাসীর বাড়িতে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা বেনজীর, স্ত্রী ও মেয়ের বিও হিসাব অবরুদ্ধ এবি ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ৫ আগস্ট উপজেলা ভোট : আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন ঝড়ে উদ্ধার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত ছাড়াল ৩৬০০০ জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে, ঢাকায় ২২৪ মিলিমিটার দেড়লাখ মানুষ পানিবন্দি, ভেসে গেছে হরিণসহ দুই হাজারের বেশি পশু চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ডিআরইউ সভাপতির প্রত্যাখান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ‘সাংবাদিকদের ওয়েজবোর্ড প্রয়োজন নেই’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্য প্রত্যাখান করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। তিনি সাংবাদিকের রুটি-রুজির দাবি নবম ওয়েজ বোর্ডের বিষয়টি অর্থমন্ত্রীকে পুনবিবেচনা আহ্বান জানিয়ে বলেন, এই দাবির প্রতি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে। আজ মঙ্গলবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

সাখাওয়াত হোসেন বাদশা বাংলা৭১নিউজ-কে বলেন, বাজারে নিত্যপণ্যের দাম যে হারে বেড়েছে-এ অবস্থায় সাংবাদিকরা জীবন চালাতে পারছে না। সাংবাদিকদের রুটি-রুজি, তাদের টিকে থাকার স্বার্থেই নবম ওয়েজবোর্ড ঘোষনা করতে হবে। তিনি বলেন, নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর প্রতিনিধিরা যেভাবে অর্থমন্ত্রীকে বুঝিয়েছেন-তিনি সেভাবেই কথা বলেছেন। বাস্তবতা হচ্ছে, সরকারি কর্মকর্তারা সাংবাদিকদের চেয়ে অনেক বেশি বেতন পান।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, অর্থমন্ত্রী যেভাবে দশ/বারোটি ছাড়া সকল পত্রিকাকে ‘অল আর রাবিশ, বোগাস’ বলে মন্তব্য করেছেন এভাবে তার বলাটা সমুচিন হয়নি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাবো, ওয়েজবোর্ড এবং পত্রিকাগুলোকে রাবিশ উল্লেখ করে আপনি যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাহার করে নিন।

তিনি বলেন, কোন পত্রিকা যদি অষ্টমওয়েজ বোর্ড বাস্তবায়ন করে না থাকে, কিম্বা কোন পত্রিকা যদি ভুয়া প্রচার সংখ্যা দেখিয়ে সরকারের বাড়তি সুযোগ সুবিধা ভোগ করে থাকে-এজন্য তথ্য মন্ত্রনালয় এবং এই মন্ত্রনালয়ের অধিন ডিএফপি এজন্য দায়ী। এ ব্যপারে সরকার তার তদারকি আরও জোরদার করতে পারে এবং যেসব পত্রিকা অস্টম ওয়োজবোর্ড বাস্তবায়ন করবে না তাদের ‘রেটকার্ড’ বাতিল করে দেয়ার এখতিয়ার তথ্য মন্ত্রনালয়ের রয়েছে। কিন্ত তা না করে নবম ওয়েজবোর্ড ঘোষনার টালবাহানা কোনভাবেই সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো-নোয়াবের প্রতিনিধিদের একতরফা বক্তব্যে আপনি বিভ্রান্ত হবেন না।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সাংবাদিকের অষ্টমওয়েজ দেয়ার ব্যপারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এরপরও তথ্য মন্ত্রনালয় কেন ওয়েজবোর্ড ঘোষনা করছে না-এটা আমাদের কাছে বোধগম্য নয়।

সাখাওয়াত হোসেন বাদশা আরও বলেন, ইলেকট্রনিক মিডিয়া নিয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা সঠিক নয়। বাস্তবতা হচ্ছে- ‘বেসরকারি টেলিভিশন ওয়েজবোর্ডের আওতায় নয়, এখানে কোনও বেতন কাঠামো নেই।’ বরং ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিএফইউজে, ডিইউজে দাবি জানিয়ে আসছে-নবম ওয়েজবোর্ডে ইলেকট্রনিক মিডিয়াকে অন্তর্ভক্ত করতে হবে। এই দাবিতে যেখানে আমরা অনঢ়, সেখানে অর্থমন্ত্রীকে একটি মহল ভুল বোঝাচ্ছেন।

জনাব বাদশা ওয়েজবোর্ড নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে অর্থমন্ত্রীর বসার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, আগামী ১৭ আগষ্ট এই বৈঠক হবে বলে আমরা জানতে পেরেছি। ওই বৈঠকে নবম ওয়েজবোর্ডের পক্ষে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো। আমাদের বিশ্বাস, ওই বৈঠকের পরই অর্থমন্ত্রী তার পুর্বের অবস্থান পরিবর্তন করে নবম ওয়েজবোর্ড ঘোষার পক্ষেই নির্দেশনা দেবেন।

উল্লেখ্য, আজ অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নোয়াবের সভাপতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকাল প্রকাশক এ কে আজাদ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, ডিএফপির মহাপরিচালক ইসতাক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com