রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজামণ্ডপে ব্যাগ-পোটলা নিয়ে প্রবেশে নিরুৎসাহিত করেছে পুলিশ সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগ ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা: সিপিডি ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ জনের মৃত্যু খাল-বিল ভরাটের ফলেই নোয়াখালীর বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয়েছে গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৪ আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত

শুরু হলো প্রথম জাতীয় পরিবেশ উৎসব

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রথমবারের মতো শুরু হলো জাতীয় পরিবেশ উৎসব। ইউথপ্রেনার নেটওয়ার্কের আয়োজনে ও টেল প্লাস্টিকের সহযোগিতায় দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেমিনার হলে জাতীয় পরিবেশ উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। এসডিজির প্রধান কাজ হলো পরিবেশবান্ধব উন্নয়ন। পরিবেশকে সমুন্নত না রেখে কোনো উন্নয়নই গ্রহণযোগ্য হবে না। তাই পরিবেশ দূষণ আমাদের রোধ করতেই হবে।

তিনি বলেন, বিদেশে গিয়েও দেখেছি তরুণরা প্রাণ-আরএফএলের পণ্য ব্যবহার করে। বিদেশে আমাদের দেশের পণ্য রপ্তানি করছে এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল দেশের পণ্য রপ্তানি করে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আমরা। টেল প্লাস্টিকের একটি লক্ষ্যনীয় বিষয় হলো পরিবেশ নিয়ে কাজ করা। ‘পরিবেশের জন্য ব্যবসা’ এই স্লোগান কোনো প্রতিষ্ঠানের নেই। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছি।

jagonews24

তিনি বলেন, পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সেটা বাজারজাত করে থাকি আমরা। আমরা পরিবেশ রক্ষা করি, আমরা বাঁচি। পরিবেশ আমাদের তাই তাকে বাঁচাতে হবে আমাদেরই। ১০ হাজার মানুষ যদি পরিবেশকে ধ্বংস করে, ১০ লাখ মানুষ সেটা ঠিক রাখতে পারবে না। আমাদের উচিত পরিবেশকে সমুন্নত রেখে কাজ করা। পরিবেশকে বাঁচানো। আমাদের দুটি হাতই পরিবেশকে সবচেয়ে বেশি দূষণ করে। আমরা যদি আমাদের হাত দুটি নিয়ন্ত্রণ করি পরিবেশকে নিয়ন্ত্রণ করা যাবে।

কামরুল হাসান বলেন, সবুজ বাংলাদেশ আরও বেশি সবুজ হোক এটা আমদের অন্তর থেকে চেষ্টা করতে হবে। প্রতি বছর ৩০ হাজার মেট্রিক টন প্লাস্টিক রিসাইক্লিং করি। সারাদেশ থেকে এ প্লাস্টিক সংগ্রহ করি আমরা। পরিবেশকে পরিবেশবান্ধব করতে আমরা এই কাজগুলো করছি। বাংলাদেশে পরিবেশ দূষণের জন্য আমরা নিজেরাই দায়ী। পরিবেশ দূষণ রোধে পরিবেশ উন্নয়ন তহবিল গঠন করেছি। সেই তহবিল পরিবেশের উন্নয়নে ব্যয় হবে।

পরে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকজন বক্তব্য রাখেন। পরিবেশ নিয়ে তাদের এই বক্তব্যে পরিবেশ নিয়ে সচেতনতার বিষয় তুলে ধরেন। পরে টেল প্লাস্টিকের পক্ষ থেকে তাদের ফ্লাওয়ার টব উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল মৃধা, থানা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ মো. আরিফুর রহমান, ব্র্যাকের ম্যানেজার ফখরুল ইসলাম ফাহাদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com