মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

‘দেশের ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: দেশের ১৫ থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আর এ অপুষ্টি দূর করতে সরকার মায়েদের ভাতা দেয়াসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।

শনিবার সকালে শেরেবাংলা নগরের শিশু হসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করার জন্য মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘মায়েদের সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ও প্রয়োজনীয় টিকা দেয়ার পাশাপাশি সন্তানদের বুকের দুধ ও স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে। সরকার মায়েদের জন্য ভাতা দিচ্ছে। কারণ মা সু্স্থ থাকলে শিশু সুস্থ থাকবে। সরকার শিশু মৃত্যুহার কমিয়েছে। আগে রাতকানা রোগ ছিল তিন শতাংশ, এখন নেই বললেই চলে। তবে এখনো আমাদের ১৫ থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি মায়েরই উচিত সন্তাকে বুকের দুধ খাওয়ানো। কারণ মায়ের দুধে প্রচুর ভিটামিন থাকে। শিশুর বেড়ে ওঠায় এটা সহায়তা করে। বুকের দুধের সঙ্গে সঙ্গে শিশুদের সুষম খাবারও দিতে হবে। তাহলে তারা অপুষ্টি থেকে রক্ষা পাবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক। এসময় জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন বক্তব্য দেন।

প্রসঙ্গত, সারাদেশে দুই কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com