বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত

পড়াশোনা দেশে, ডিগ্রি বিদেশের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ১০৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: সময়ের সাথে চাকরির বাজারে বাড়ছে প্রতিযোগিতা। দেশে প্রতিবছর যে হারে গ্রাজুয়েট তৈরি হচ্ছে তার তুলনায় চাকরির ক্ষেত্র খুবই সীমিত। গতানুগতিক ক্যারিয়ারের বাইরে তরুণরা খুঁজছে ভিন্ন কিছু। বিশ্বায়নের যুগে তরুণদের দৃষ্টি তাই বহির্বিশ্বে। তবে বহির্বিশ্বে চাকরির বাজারে প্রবেশে প্রধান বাধা মানসম্মত ডিগ্রি। কারণ, বিদেশে চাকরির জন্য যে শর্ত থাকে তা অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশিরা পূরণ করতে পারে না। বাংলাদেশে স্নাতকোত্তর সম্পন্ন করে দেশের বাইরে প্রতিযোগিতায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। তাছাড়া অনেক দেশেই বাংলাদেশের ডিগ্রিকে সরাসরি গ্রহণ করা হয় না। ওইসব দেশে পুনরায় পড়াশোনা করে চাকরির উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হয়। আর সেক্ষেত্রে নতুন করে টাকা খরচ করতে হয় চাকরি প্রত্যাশীদের।

বিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীদের ক্যারিয়ারের কথা মাথায় রেখে বাংলাদেশে বসেই ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠান। ফলে বাংলাদেশে থেকেই বিদেশি ডিগ্রি অর্জন করে স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে। দেশে কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে থেকেই শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পছন্দের বিষয়ে ডিগ্রি অর্জন করতে পারছে। কিন্তু খরচ পড়ছে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার মতোই।

ভুঁইয়া একাডেমি, ব্রিটিশ স্কুল অব ল, নটিংহ্যাম ল একাডেমি, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, বিএসি ইন্টারন্যাশনাল, বৃটিশ স্কুল অব ল, ক্যামব্রিজ বিজনেস এন্ড ল একাডেমি, চাটার্ড ইউনিভার্সিটি কলেজসহ বাংলাদেশে প্রায় ১৪টির অধিক প্রতিষ্ঠান এই কার্যক্রমের সঙ্গে জড়িত।

এসব প্রতিষ্ঠানে পড়ে দেশে থেকে যুক্তরাজ্যের অনার্স কোর্স করতে সর্বসাকুল্যে খরচ হয় ছয় থেকে আট লাখ টাকা। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা যে সার্টিফিকেট অর্জন করছে তা যুক্তরাজ্যে গিয়ে অনার্স পড়ার অনুরূপ। এছাড়া এসব কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষ শেষ করার পর ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এসব কোর্সের সনদ সমতা বিধান করে।

বিদেশি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠাগুলোর অধিকাংশই যুক্তরাজ্যের এডেক্সেল শিক্ষাবোর্ড ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে থেকেই আইন (ল’) বিষয়ে অনার্স ডিগ্রি করার সুযোগ করে দিচ্ছে। তবে বিএসি ইন্টারন্যাশনাল আইন (ল’) বিষয় ছাড়াও বাণিজ্য (বিজনেস) এবং তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ে ডিগ্রি অফার করে থাকে। বাংলাদেশে একমাত্র বিএসি ইন্টারন্যাশনাল লন্ডনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ডিগ্রীও অফার করে। ডার্বি বিশ্ববিদ্যালয়ের বিএ (অনার্স) ইন বিজনেস এডমিনিস্ট্রেশন, বিএ (অনার্স) ইন ল’, বিএসসি ইন আইটি এবং এলএলএম প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে বিএসি ইন্টারন্যাশনালের মাধ্যমে। তাছাড়া লন্ডন বিশ্ববিদ্যালয়ের এলএলবি এবং ডিপ্লোমা ইন ল’ প্রোগ্রামে ভর্তি হয়ে পাস করার পর যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার হওয়ার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। বিজনেস, আইটি এবং ল’ বিষয়ে ইউকে এর বিখ্যাত শিক্ষাবোর্ড এডেক্সেল এর এফডি (ফার্স্ট ডিপ্লোমা), এনডি (ন্যাশনাল ডিপ্লোমা), এইচ এন সি (হায়ার ন্যাশনাল সার্টিফিকেট) এবং এইচএনডি (হায়ার ন্যাশনাল ডিপ্লোমা) কোর্স অফার করে থাকে প্রতিষ্ঠানটি।

শিক্ষার্থী তাসনুভা আহমদে বলেন, ২০১২-১৩ সেশনে পড়ালেখার জন্য লন্ডনে গিয়েছিলাম। তবে, সেখানকার লাইফস্টাইলের সাথে মানিয়ে নিতে পারিনি। পড়ালেখাটাও বেশ কঠিন মনে হচ্ছিলো। আর টিউশন ফি তো আছে। তাই দেশে ফিরে বিএসি ইন্টারন্যাশনালে ভর্তি হয়েছি। এখন এখান থেকেই বিদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিতে পারছি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com