বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাল্যবিয়ে হলো পিপাসা নামের ১৪ বছরের এক কিশোরীর। দ্বিগুনেরও বেশি বয়স মধু মন্ডল নামের এক পুরুষের সাথে বিয়ে হয়। বয়স একত্রিশ বছর। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রীরি। দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামে তার বাড়ি। বাবার নাম সুবল চন্দ্র মন্ডল। ওই কিশোরীর গ্রামের বাড়ি দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে হলেও ঝামেলা এড়াতে গোপনে খালা বাড়ি বাউফল পৌর শহরের পালপাড়ায় মঙ্গলবার রাতে এ বাল্য বিয়ে সম্পন্ন হয়। ওই কিশোরী ঠাকুরের হাট বিবি আয়শা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কিশোরীর মামা বসুলা রানী বলেন, স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় বখেটেরা তার মেয়েকে উত্যাক্ত করতো। তিনি জানেন, বাল্য বিয়ে দেয়া অপরাধ। তারপরেও বিশেষ পরিস্থিতির কারণে মেয়েকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। গ্রামে বাড়িতে বসে বিয়ে হলে ঝামেলায় পরতে পারেন ভেবে মেয়ে খালা বাড়িতে বসে বিয়ে দিয়েছেন। এ বিয়েতে তার নিকটাত্বিয় স্বজন ছাড়া অন্য কাউকে দাওয়াত দেয়া হয়নি। কিশোরী বধূ পিপাসা বলেন, “বাল্য বিয়ের কুফল সম্পর্কে আমি অবহিত থাকলেও বাবা-মায়ের ইচ্ছে পূরণে বিয়ে করেছি। পরিণত বয়সে বিয়ে করতে পারলে ভাল হতো।
বাংলা৭১নিউজ/জেএস