কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওয়ারেস বিষয়টি জানিয়েছেন।
তিনি আরও জানান, আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় যাওয়ার সময় কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে। যদি মেরামত সম্ভব না হয় তাহলে আশুগঞ্জ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এবি