শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যায় তিনজনকে আটক করেছে জালালাবাদ থানার পুলিশ। মঙ্গলবার সকালে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মামলাটি দায়ের করেন। বুলবুলের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে মামলায় বলা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আাটক করা হয়েছে। তারা সবাই বহিরাগত বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন, যার নম্বর ২৮।
বাংলা৭১নিউজ/এসএইচ