রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে ১ হাজার ৯০২টি আসনের বিপরীতে লড়বেন ৬৭ হাজার ২৩৭ জন শিক্ষার্থী। আসন প্রতি ভর্তিযুদ্ধে অংশ নেবেন ৩৫ জন।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ১০টা পর্যন্ত।
এরপর পর্যায়ক্রমে ১১টা থেকে ১২টা, ১টা থেকে ২টা, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অন্য চারটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাবির প্রক্টর আসাবুল হক বলেন, গতকাল কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি। আজকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় সব রকমের জালিয়াতি রুখতে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্কাউট ও বিএনসিসিরি সদস্যরা কাজ করছেন। ’
গতকালের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় অংশ নেন ৬৩ হাজার ৩২১ জন। পরীক্ষায় ১ম শিফটে ৮৯ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী, ২য় শিফটে ৮৯ দশমিক ১১ শতাংশ, ৩য় শিফটে ৮৮ দশমিক ১১ শতাংশ, ৪র্থ শিফটে ৮২ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। মোট শিক্ষার্থীর ১২ শতাংশ অনুপস্থিত ছিলেন।
এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে।
এর ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। থাকছে না কোনো লিখিত পরীক্ষা।
বাংলা৭১নিউজ/এসএইচ