সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা

ঢাবি উপাচার্য প্যানেল নির্বাচিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরবর্তী উপাচার্য নির্বাচন করার লক্ষ্যে তিনজনের উপাচার্য প্যানেল ঘোষণা করা হয়েছে। অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে তিনজনের একটি উপাচার্য প্যানেল নির্বাচিত হয়েছে৷

প্যানেলে বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. আব্দুল আজিজ।

আজ শনিবার বিকাল ৪টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বিশেষ অধিবেশনে এই প্যানেল ঘোষণা করা হয়।

সিনেট সভায় নীল দলের ৩৩ জন শিক্ষক-প্রতিনিধিসহ মোট ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন৷ শিক্ষক-প্রতিনিধি ছাড়া অন্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়,অর্থ মন্ত্রণালয় ও আচার্যের প্রতিনিধি ও সংসদ সদস্য৷

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘২৫ জনের কোরাম হলেই সিনেট সভা শুরু করা যায় এবং ওই সভার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে৷ সিনেট অধিবেশনে কখনোই ১০৫ জন উপস্থিত থাকেন না।’ বিকল্প কোনও প্যানেল না থাকায় কণ্ঠভোটের মাধ্যমেই উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি৷

এদিকে, ঢাবি প্রতিনিধি জানান, রবিবার (৩০ জুলাই) সিনেট সভার ওপর ১৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েটের করা রিটের শুনানির বিষয়ে জানতে চাইলে শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘সেটি আদালতের বিষয়৷ আজ নির্বাচিত উপাচার্য প্যানেলের ওপর ওই শুনানির কোনও প্রভাব পড়বে না।’

এর আগে বিকাল সাড়ে তিনটায় ছাত্র প্রতিনিধি ছাড়া ঢাবির সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন অবৈধ স্লোগান নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সিটেন ভবনের পূর্বপাশের গেটে জড়ো হন। পরে বিকেল পৌনে চারটার দিকে সিনেট ভবনের পূর্ব পাশের গেট ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যান।

এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এতে কয়েকজন শিক্ষক শিক্ষার্থী আহত হন বলে জানান প্রক্টর আমজাদ হোসেন।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com