বরগুনার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দুই পর্যটক। নিখোঁজদের মধ্যে একজন এনএসআই সদস্য।
বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু।
নিখোঁজরা হলেন- এনএসআই সদস্য মোস্তফা কাদের (৫৫) ও তার ভাগ্নি নুর আক্তার জুই (১৮)।
মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানান, স্বপরিবারে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান তারা। দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান ৫ জন। তাদের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে তীরে উঠতে পারেননি।
খবর পেয়ে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, নিখোঁজদের উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত আছে। তাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যুক্ত হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ