বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে হতে হবে। শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি অংশ নেবে না। বিএনপিকে ছাড়া এদেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার চক্রান্ত করা হলে তা এদেশের জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুরে তার নির্বাচনী এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শাহাজাদা মিয়া এসব কথা বলেন। সদরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় কাজী হাসেম কমপ্লেক্স সেন্টারের তয় তলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএন পির সহ-যুব বিষয়ক সম্পাদক খন্দকার মনিরুল হক মনির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী বদরুতজ্জামান বদু, সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ। সদরপুর উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক সহ- বি এন পি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জহিরুল হক শাহাজাদা মিয়া সদরপুরের বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে নতুন সদস্য সংগ্রহের বই তুলে দেন।
বাংলা৭১নিউজ/জেএস