ফরিদপুরের বোয়ালমারীতে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জসীম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকও সামান্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জসীম বোয়ালমারী উপজেলায় দৈনিক গণমুক্তির পত্রিকায় কর্মরত ছিলেন।
তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়ন থেকে সংবাদ সংগ্রহের কাজ শেষে বোয়ালমারী-মহম্মদপুর সড়ক দিয়ে বোয়ালমারী ফিরছিলেন। পথে ময়না বাবর বিশ্বাসের দোকানের সামনে এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হোসেন মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জসিমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতের লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকা বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ