বাংলা৭১নিউজ, ডেস্ক: স্মার্টফোনের ব্র্যান্ড সিম্ফনি এবার বাংলাদেশের বাজার মাতাতে আনল ডুয়াল ব্যাক ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘সিস্ফনি জেড-৯’।
১৪ হাজার ৯৯০ টাকা দামের এই স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে, যার পিপিআই হচ্ছে ৪০০।
সিস্ফনি কর্তৃপক্ষ বলছে, ফোনটির ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাংগেল, টাচ রেসপন্স এক কথায় অসাধারণ। এতে আছে মেডিয়েটিক এমটি ৬৭৫০ চিপসেট। র্যাম থাকছে ৩-জিবি। ইন্টারনেট স্টোরেজ থাকছে ৩২ জিবি। সব ধরনের এইচডি কোয়ালিটি গেমস খেলার সুবিধা থাকছে এ স্মার্টফোনে।
সিস্ফনির কর্মকর্তা মাহমুদ আইউব রূপক জানান, ফোনটিতে ১৩ এমপি প্লাস ২ এমপি ডুয়াল ব্যাক ক্যামেরা ও সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে ৮-এমপি ক্যামেরা। ব্যাক ক্যামেরার উল্ল্যেখযোগ্য ফিচারগুলো হচ্ছে নাইট মোড, সানসেট মোড, পোর্টরেইট মোড, নাইট পোর্টরেইট মোড, স্টেডি ফটো মোড, ফায়ার ওয়ার্কস মোড, স্পোর্টস মোড ও ক্যান্ডেল লাইট মোড। আর ডুয়াল ক্যামেরার স্পেশাল ফিচার বোকেহ মোড তো থাকছেই। পেছনের ক্যামেরা দিয়ে যেমন প্রাণবন্ত ছবি উঠবে ঠিক তেমনি ফ্রন্ট ক্যামেরা দিয়েও উঠবে অসাধারণ সব সেলফি।
তিনি আরও জানান, ৪-জি নেটওয়ার্ক সুবিধা থাকছে এ স্মার্টফোনে। ৩০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি আছে, যা সারাদিন চার্জ থাকার নিশ্চয়তা দেবে। হ্যান্ডসেটটির সঙ্গে গিফট হিসেবে থাকছে একটি আকর্ষণীয় ব্যাক প্যাক একদম ফ্রি।
বাংলা৭১নিউজ/সিএইস