বুধবার, ০৮ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ: ইসি ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯০, পানির নিচে শত শত শহর তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট

গোসলের তোয়ালে কতদিন পর ধোবেন?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: গোসল সেরে আমরা টাওয়েল (তোয়ালে) দিয়ে শরীর মুছে নিই। শরীর মুছার ব্যাপারে উদ্যমশীল হলেও অনেকেই নিয়মিত টাওয়েল ধোয় না। বাথ টাওয়েল (গোসলের তোয়ালে) ব্যাকটেরিয়ার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এটি পরিষ্কার রাখার জন্য সপ্তাহে একবার ধোয়া যথেষ্ট নয়।

আপনি টাওয়েল কেবল গোসল সেরে ব্যবহার করেন। তাই ভাবছেন এটি নোংরা নয়। ব্যাপারটা আসলে তা নয়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের প্যাথলজি ও মাইক্রোবায়োলজির অধ্যাপক ফিলিপ টিয়ের্নো বলেন, ‘যখন বলেন ব্যাকটেরিয়া ধুয়ে ফেলি, তখন আপনার কথা আংশিক সত্য। আপনি কিছু ব্যাকটেরিয়া ধুয়ে ফেলেন। কিন্তু অবশিষ্ট ব্যাকটেরিয়া শরীরে লেগে থাকে ও শরীর মোছার সময় এসব ব্যাকটেরিয়া টাওয়েলে চলে আসে।’

ব্যাকটেরিয়া টাওয়েলে এসে চুপচাপ বসে থাকে না। তারা বংশবিস্তার করতে থাকে। ইউনিভার্সিটি অব আরিজোনার মাইক্রোবায়োলজির অধ্যাপক চাক জেরবা বলেন, ‘দিনের পর দিন টাওয়েল ব্যবহার করলে ব্যাকটেরিয়ার বিস্তার বাড়তে থাকে।’ ড. জেরবা পরিচালিত এক গবেষণায় দেখা যায় যে, নতুন কেনা টাওয়েলের তুলনায় পুরোনো ব্যবহৃত টাওয়েলে ১,০০০ গুণেরও বেশি কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়া অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশ ভালোবাসে। তাই বদ্ধ বাথরুমে ব্যাপকহারে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়।

নোংরা টাওয়েল দিয়ে শরীর মুছলে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। ড. জেরবার মতে, ‘সবলে টাওয়েল ব্যবহারের সময় ত্বকে স্ক্র্যাচ হয়। ত্বকের অতি ক্ষুদ্র এসব স্ক্র্যাচ সাধারণত খালি চোখে দেখা যায় না। এসবই শরীরে ব্যাকটেরিয়া প্রবেশের পথ।’

ইনফেকশাস ডিজিজেস সোসাইটি অব আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং সাউথ নাসাউ কমিউনিটিজ হাসপাতালের এপিডেমিওলোজিস্ট ও মেডিসিন বিভাগের চেয়ারম্যান অ্যারন গ্ল্যাট বলেন, ‘সাধারণত বাথ টাওয়েল থেকে রোগ হয় না।’ ড. জেরবা বলেন, ‘আপনার নিজের জীবাণু আপনাকে অসুস্থ করবে না, কিন্তু টাওয়েল অন্যদের ব্যবহার করতে দিলে রোগ হওয়ার সম্ভাবনা থাকে।’

ড. জেরবা ও ড. টিয়ের্নো পরামর্শ দেন যে, অন্যদের টাওয়েল ব্যবহার করতে না দিলেও দুই বা তিনদিন পরপর বাথ টাওয়েল ধোয়া উচিত। বেশি দেরি করে ধুলে অণুজীব টাওয়েলকে নোংরা করে ফেলবে। ড. টিয়ের্নো বলেন, ‘দুই সপ্তাহ ধরে টাওয়েল ব্যবহার করলে আপনার অসুখ নাও হতে পারে। কিন্তু আসল ব্যাপার তা নয়। গোসলে পরিষ্কার হওয়ার পর আপনি কি নোংরা অন্তর্বাস পরেন?’ অন্তর্বাস ধোয়ার মতোই নিয়মিত টাওয়েলও ধুয়ে ফেলুন।

ড. টিয়ের্নো বলেন, ‘আপনার ত্বক যদি ব্রণ প্রবণ হয় তাহলে প্রতিবার টাওয়েল ব্যবহার করে ধোয়া উচিত। আপনি যখন ময়লা বা নোংরা টাওয়েল দিয়ে ব্রণের ওপর ঘষবেন তখন ত্বকে ব্যাকটেরিয়া চলে আসবে এবং ত্বকে ফুসকুড়ি বা দাগ সৃষ্টি করবে।’

ব্রণ বা ফুসকুড়ি থেকে মুক্তি পেতে কিংবা সংক্রামক রোগের হাত থেকে বাঁচতে টাওয়েলকে যথাসম্ভব ব্যাকটেরিয়ামুক্ত রাখতে হবে। শরীর মুছার পর টাওয়েল থেকে ব্যাকটেরিয়া কমাতে শুকাতে দিন। ভাঁজ না করে এটিকে ছড়িয়ে রাখুন। যত বেশি ছড়ানো হবে তত বেশি ভালোভাবে শুকাবে। চারবার ব্যবহারের পর টাওয়েল ধুয়ে ফেলুন। এর চেয়েও কম ব্যবহারে ধোয়ার প্রয়োজন হতে পারে। পুরু কটনের টাওয়েল থেকে ব্যাকটেরিয়া সহজে যায় না। টাওয়েলকে ব্যাকটেরিয়া মুক্ত করা কঠিন। ভালো ফলাফল পেতে গরম পানি দিয়ে ধুতে পারেন। তারপর টাওয়েল ভালোমতো শুকিয়ে নিন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com