শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ার আহবান তথ্যমন্ত্রীর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: জেলা প্রশাসকদের নিজ নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি গতকাল সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসন সম্মেলনে বক্তৃতা করছিলেন।
তথ্যসচিব মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান ও বিভাগীয় কমিশনারা এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী জেলা প্রশাসনের দায়িত্বকে জনগণের সবচেয়ে কাছে থেকে সেবাদানের অন্যতম সর্বোত্তম সুযোগ উল্লেখ করে বলেন, ‘সংবিধান ও সুশাসনের প্রকৃষ্ঠ ধারক হিসেবে সংবিধানের মর্মবাণী জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া, বৈষম্যহীন উন্নয়ন পরিকল্পনা, সকল উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণকে স্বতস্ফূর্ত করা, সহকর্মীদের জনকল্যাণে উৎসাহ দেয়া ও সর্বোপরি নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের একনিষ্ঠ হতে হবে।’
কালের যাত্রায় বাংলাদেশ এখন ফেরত যাত্রার প্রেক্ষাপটে রয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘পঁচাত্তরের পর যে অন্ধকারে দেশ ডুবে গিয়েছিল, সেই সাম্প্রদায়িক-সামরিক-বিচারহীনতার শাসনের গহ্ববর থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে টেনে তোলার ফেরত যাত্রায় দেশ এখন মোকাবিলা করছে জঙ্গি সমস্যা, আনছে বৈষম্যহীন উন্নয়ন ও হাঁটছে সুশাসনের পথে।’
তথ্যমন্ত্রী বলেন, ফেরতযাত্রার পথে উপনিবেশ, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতার রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করা, আইনের শাসন প্রতিষ্ঠা, পরিবেশের অভিঘাত মোকাবিলা, বৈষম্যমুক্ত সমৃদ্ধি অর্জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি করায়ত্ত করা এবং বিশ্বায়ন ও আঞ্চলিকায়নের সঙ্গে খাপ খাওয়ানোর ছয়টি প্রধান চ্যালেঞ্জ দেশকে মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, এই ছয় চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবিধান, গণতান্ত্রিক ও জাতীয় মূল্যবোধ, আইনের শাসন, ইতিহাস-ঐতিহ্য ও দেশপ্রেম সমুন্নত রেখে সুশাসনের ওপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহিতা, সম্পদের সুষম বন্টন এবং জনগণের সম্মতি ও সন্তুষ্টি অর্জনের কোনো বিকল্প নেই। সূত্র : বাসস

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com