বাংলা৭১নিউজ, ডেস্ক: অপ্পো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য অপোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ভারতে গিয়ে দেখা করার দারুণ এক অফার ঘোষণা করেছে।
অপ্পো স্মার্টফোনের F3 ও F3 প্লাস ফোন কিনে এ অফার উপভোগ করতে পারেন। একটি লাকী ড্রয়ের মাধ্যমে যে কোন ২ জন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ বিনা খরচে ভারতে গিয়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা করে আসার সুযোগ পাবেন।
এছাড়া আরও পাঁচ ভাগ্যবান গ্রাহক পাবেন বাংলাদেশের জনপ্রিয় তারকাদের সঙ্গে ডিনার করার সুযোগ। আরও ১০০ গ্রাহক ব্লু-টুথ স্পিকার ফ্রি পাবেন।
অপ্পো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নেভি বলেন, আমরা অপ্পো মোবাইল ফোনে শুধু প্রযুক্তির ব্যবহারেই বিশ্বাস করি না, বরং আমরা গ্রাহকদের স্টাইলের বিষয়টাও বিবেচনায় রাখি এবং এই আকর্ষণীয় কনজ্যুমার অফার আমাদের ভাগ্যবান বিজয়ীদের আমাদের স্টাইলিশ ও ট্যালেন্টেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোনের সঙ্গে অপ্পো ব্র্যান্ড উপভোগ করার সুযোগ করে দেবে।
অপ্পো সম্প্রতি F3 এর ব্ল্যাক ভার্সন বাজারে নিয়ে এসেছে। গ্রাহকরা এখন অপো F3 প্লাস কিনতে পারবেন ৪০,৯০০ টাকায় এবং অপো সেলফি এক্সপার্ট F3 পাবেন ২৬,৫০০ টাকায়।
বাংলা৭১নিউজ/সিএইস