বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

মঙ্গলবার থেকে ডিসি সম্মেলন শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০১৭।

সম্মেলন শেষ হবে ২৭ জুলাই। কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তিন দিনের এই ডিসি সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন এবং জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন।’

‘একই দিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা এক ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা প্রশাসকদের পক্ষ থেকে মাঠ প্রশাসনসংক্রান্ত গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। তাদের বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দেবেন,’ বলেন সচিব।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘নাগরিক সেবার মানোন্নয়নসহ মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় এবারের জেলা প্রশাসক সম্মেলনের আলোচনায় প্রধান্য পাবে। থাকবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়, আইন-শৃঙ্খলার উন্নতিসহ স্থানীয় সার্বিক বিষয়।’

জেলা প্রশাসকদের আইনগত, প্রশাসনিক, আর্থিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় করণীয় কর্মপন্থার বিষয় এবং সরকারের নীতি ও কর্মসূচি কীভাবে দ্রুত বাস্তবায়ন করা হবে তার কৌশল ঠিক করাও এই জেলা প্রশাসক সম্মেলনের উদ্দেশ্য।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ডিসি সম্মেলনে দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা অংশ নেবেন। তিন দিনের এই সম্মেলনে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হবে। তার মধ্যে কার্য-অধিবেশন থাকবে ১৮টি। এতে ৩৪৯টি প্রস্তাবনা থাকবে ৫২টি মন্ত্রণালয়, কার্যালয় ও বিভাগ সম্পর্কিত। সম্মেলনে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দেবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা।’

তিনি বলেন, ‘বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে দরবার হলে অনুষ্ঠিত হবে এই সাক্ষাৎপর্ব। রাষ্ট্রপতি তাদের দিক নির্দেশনা দেবেন।’

২৭ জুলাই শেষ হবে তিন দিনের এই জেলা প্রশাসক সম্মেলন।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com