ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে চলছে শান্তপূর্ণ ভোটগ্রহন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই নারী ভোটারের সংখ্যা লক্ষনীয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা পছন্দের প্রার্থীকে ব্যাপক উৎসাহের সাথে ভোট দিচ্ছেন।
এই ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৩টি। মোট ভোটারের সংখ্যা ২৪ হাজার ৬৯৩ জন। চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন, সংরক্ষিত নারী আসনে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার আয়েশা আক্তার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ