বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রবিবার সকালে ওই বিদ্যালয়ের ক্লাস ওয়ানে পড়া সোবাইদা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোবাইদা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদা গ্রামের ইউনুস আলী খানের মেয়ে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, রবিবার সকালে সোবাইদা নীজ বাড়ি থেকে কামারদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়, বিদ্যালয়ের সামনে গেলে অপরদিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে চাপা দেয়, স্থানীয়রা রাজবাড়ী সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোবাইদাকে মৃত্য ঘোষনা করেন।
রাজবাড়ীতে পাবলিক সার্ভিস দিবস পালিত
রবিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজবাড়ীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেবেকা খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ তারিকুল ইসলাম, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক কাজী ফারুখ আহম্মেদ,স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আবদুল কাদির প্রমুখ।
একই সময়ে ২৬৮৩ গাছের চারা রোপন
সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার ৪ শত ৮১ টি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার বেলা ১২ টা ১ মিনিটে একই সময়ে ২৬৮৩ টি বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার প্রমুখ।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আহব্বানে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা প্রত্যেকের নীজ নীজ বিদ্যালয়ে একটি করে গাছের চারা রোপন করছে। এতে নতুন প্রজন্ম শিক্ষার্থীরা গাছের চারা রোপনে উদ্বদ্ধ হবে। দেশে সবুজের সমারোহ তৈরি হবে।
বাংলা৭১নিউজ/জেএস