সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শিশুদের পরিপূর্ণ বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি শিশুর বিকাশের অন্তরায়গুলো চিহ্নিত করে সমাধানে বদ্ধপরিকর সরকার ৭ অক্টোবর বিশ্ব বসতি দিবসে সরকারের নানা কর্মসূচি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদ অনুসন্ধানে দুদক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপলোড সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ও তার স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ার গত ২৩ মার্চ তাদের সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের প্রেক্ষিতে খায়ের দম্পতি দুদকে সম্পদের হিসাব জমা দেন।

রোববার (১২ জুন) বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও তার স্ত্রীর দাখিল করা সম্পদ যাচাইয়ে উপপরিচালক মো. মোনায়েম হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে দুদক। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ও তার স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা পৃথক নোটিশে তাদের স্থাবর ও অস্থাবর সব সম্পদের হিসাব চাওয়া হয়।

গত ২৩ মার্চ তাদের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে, আপনারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। এ আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র আরও জানায়, সম্পদের নোটিশ দেওয়ার পর গত সপ্তাহে ‍দুদক সচিব মো. মাহবুব হোসেনের কাছে সম্পদের হিসাব দাখিল করেন তারা। ওই সম্পদ বিবরণী যাচাই-বাছাই করার জন্য আজ অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com