দূর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট এক অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ অনুমোদন ব্যতিরেকে অবৈধভাবে ডেভেলপার কোম্পানীকে ১০ তলা ভবন নির্মাণের অনুমোদন প্রদানের অভিযোগ পায় দুদক।
এরই আলোকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক (সংযুক্ত) মো: ফখরুল ইসলাম এর নেতৃত্বে এবং উপসহকারী পরিচালক সবুজ হোসেন ও মুহাম্মদ হামেদ রেজার সমন্বয়ে গঠিত একটি টিম এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। টিম সরেজমিনে উক্ত দপ্তরে পরিদর্শন করে এবং অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে তা যাচাই-বাছাই করেছে।
প্রাথমিক অনুসন্ধানে দুদক টিম এর কাছে প্রতীয়মাণ হয়েছে চউক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অভিযোগে বর্ণিত ভবনটি নির্মাণ শুরু করার সময়ে কোনরূপ তদারকি করা হতে বিরত থেকে তাদেরকে অবৈধভাবে ভবন নির্মাণের সহযোগিতা করেছেন।
বর্তমানে এলাকাবাসীর পক্ষ হতে অভিযোগ দেয়ার কারণে সংশ্লিষ্ট চউক কর্তৃপক্ষ অবৈধভাবে নির্মিত ভবনটি ভেঙ্গে অপসারণ করার জন্য নোটিশ প্রদান করেছেন। অভিযোগটি প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।
বাংলা৭১নিউজ/আরকে