দূর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ গাজীপুর পার্সপোর্ট অফিসে অভিযান চালিয়েছে।
পার্সপোর্ট অফিস, গাজীপুরে দালালদের দৌরাত্ম্য, সেবা প্রদানে ঘুষ গ্রহণসহ নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম, উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগে এবং উপসহকারী পরিচালক আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা শুরুর সাথে সাথে পাসপোর্ট অফিসের আশেপাশে থাকা দালালরা পালিয়ে যায়।
অভিযোগের বিভিন্ন বিষয়ে মো: আনিসুর রহমান, সহকারী পরিচালক, পাসপোর্ট অফিস, গাজীপুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান যে, মাত্র ৭ জন কর্মচারীদের দ্বারা অফিস চলছে বিধায় দালালরা সুযোগ নিচ্ছে। তিনি দালালদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত কাজ করবেন মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতিজ্ঞা করেন। এ বিষয়ে খুব দ্রুত এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।
বাংলা৭১নিউজ/আরকে