বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া- মদাপুর এলজিইডির ২৪ মিটার পাকা ব্যস্ততম সড়কে বারমল্লিকা খালের উপর (মুক্তিযোদ্ধা আজিম উদ্দীনের বাড়ীর নিকটে) সম্প্রতি নির্মাণ কাজ শেষ হয়েছে ১২ফুট ব্রীজের। এত বড় রাস্তায় ছোট ব্রীজ নির্মান করায় সামান্য বৃষ্টি হলেই রাস্তার মাটি ধ্বসে মাঝে মধ্যেই চলাচলা বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় এলজিইডি অফিস বলছে আমরা ২৪ মিটার নক্সা পাঠিয়েছি এক্সএন অফিস ১২ মিটারের বক্স কালভার্টের নক্সা করে টেন্ডার করিয়েছে।
বালিয়াকান্দি উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী বজলুর রহমান জানান, এলজিইডি রাজবাড়ীর বাস্তবায়নে রামদিয়া হাট- মদাপুর ইউপি অফিস রাস্তায় মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের বাড়ীর নিকট এঋজওউচ-১১ প্রকল্পে ১৭০০ মি. চেইনেজে ৪০০ী৪০০ মি. আরসিসি বক্স কালভার্ট নির্মান করা হয়েছে। কালভার্ট নিমান ব্যয় হয়েছে ১১লাখ ৮৩ হাজার ৯০ টাকা । আমরা ২৪ মিটারের নক্সা করে পাঠিয়েছি এক্সএন অফিস ১২ মিটারের বক্স কালভার্টের নক্সা করে টেন্ডার করিয়েছে।
বালিয়কান্দি উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত জানান, আমি সবে মাত্র যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে অবগত নই।
রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী খাঁন এ শামীম জানান, আমি যোগদানের পূর্বে এস্টিমেট হয়েছিল। মূল রাস্তাটিও চওড়া কম ছিল। রাস্তাটি দুপাশ্বে সম্প্রসারন করার কারনে কালভার্টটি আরও ছোট দেখা যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেও ভাঙ্গছে। অতি সত্ত্বর কালভার্টটি সম্প্রসারন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস