কুড়িগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২১৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য, আর এ পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
এসময় ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এসইভিপি ও সিএফও ফারুক আহমেদ এফসিএ এবং এসইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এবং করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান জাভেদ ইকবালসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
বাংলা৭১নিউজ/এসএস