বাংলা৭১নিউজ, ঢাকা: ৪১তম তাহের দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি উদ্যোগে আগামী কাল শুক্রবার ২১ জুলাই নিম্নোক্ত কর্মসূচি পালন করবে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে কাল ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলণ।
সকাল সাড়ে ১০টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন। জাসদ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনসমূহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
বিকাল ৪টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
এ আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি; বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ আওয়াল এমপি, জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, গণ আজাদী লীগের সভাপতি এড. এস কে সিকদার, ন্যাপ এর সহ-সম্পাদক ইসমাইল হোসেন।
দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম এর অনুজ জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
বাংলা৭১নিউজ/এসএস