শনিবার, ১৮ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস

ইংল্যান্ডের সামনে রানের পাহাড়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ২০৫ রানে। ১৩০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা এক উইকেটে ৭৫ রানে দ্বিতীয়দিন শেষ করেছিল।

রোববার তৃতীয়দিনে ম্যাচের লাগাম আরও শক্ত হাতে ধরেছে প্রোটিয়ারা। ওপেনার ডিন এলগার ও হাশিম আমলার পর ফাফ ডু প্লেসির ফিফটিতে ৩৪৩ রানে নয় উইকেটে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

তাতেই ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৭৪ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে চার ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র এক রান তুলেছে স্বাগতিকরা।

কাল দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন ডিন এলগার ও আমলা। সেঞ্চুরির পথে এগিয়ে চলা এলগারকে ৮০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন বেন স্টোকস।

এক রানের ব্যবধানে জেমস অ্যান্ডারসনের দ্বিতীয় শিকারে পরিণত হন কুইন্টন ডি কক। প্রথম ইনিংসে ৭৮ রান করা দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৮৭ রানে।

এরপর ডু প্লেসির ৬৩ এবং ভারনন ডি ফিল্যান্ডারের ৪২ রানে নয় উইকেটে ৩৪৩ রান করে প্রোটিয়ারা। চার উইকেট নেন মঈন আলী। দুটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।

তবে এই ম্যাচ জিততে নতুন রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। ট্রেন্টব্রিজে চতুর্থ ইনিংসে ৩০০ রান তাড়া করে জেতার কীর্তি নেই কোনো দলের। এএফপি।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩৩৫ (ডিন এলগার ৬, হেইন কুন ৩৪, হাশিম আমলা ৭৮, ডি কক ৬৮, ডু প্লেসি ১৯, বাভুমা ২০, ভারনন ফিল্যান্ডার ৫৪, ক্রিস মরিস ৩৬। জেমস অ্যান্ডারসন ৫/৭২, স্টুয়ার্ট ব্রড ৩/৬৪, বেন স্টোকস ২/৭৭)।

ইংল্যান্ড প্রথম ইনিংস ২০৫ (গ্যারি ব্যালান্স ২৭, জো রুট ৭৮, জনি বেয়ারস্টো ৪৫। মরনে মরকেল ২/৪৫, ভারনন ফিল্যান্ডার ২/৪৮, ক্রিস মরিস ৩/৩৮, মহারাজ ৩/২১)।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ৩৪৩/৯ (ডিক্লে) (ডিন এলগার ৮০, হাশিম আমলা ৮৭, ডু প্লেসি ৬৩, ফিল্যান্ডার ৪২। জেমস অ্যান্ডারসন ২/৪৫, মঈন আলী ৪/৭৮, বেন স্টোকস ২/৩৪)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১/০ (কুক ০, ফিল্যান্ডার ০)।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com