শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তোফাজ্জল হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আ.লীগ নেতা গ্রেপ্তার উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে ঢাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধের ৪৮ দিন পর মারা গেলেন নয়ন জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন দক্ষিণ সিটিকে মশার ওষুধ সরবরাহ করবে উত্তর সিটি পার্বত্য তিন জেলায় সংঘর্ষ, যা জানালো আইএসপিআর শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় বন্যায় নিহত ২৮৫ ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস দীঘিনালায় সংঘাত : শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দ্বিতীয় ইনিংসেও এক অঙ্কে আটকা রোহিত যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা শেখ হাসিনা রেহানা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৭০ হাজার রুশ সেনা

সেরা চলচ্চিত্র নির্জা- অভিনেতা শহীদ অভিনেত্রী আলিয়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: বলিউডের মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসে (আইফা) সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘নির্জা’।

এ ছাড়া ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে শহীদ কাপুর সেরা অভিনেতা ও আলিয়া ভাট জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘পিঙ্ক’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

১৯৮৬ সালে পাকিস্তানের করাচিতে একটি বিমান ছিনতাই হয়। এতে যাত্রী ছিলেন ৩৫৯ জন। বিমানবালাদের মধ্যে ছিলেন ২৩ বছর বয়সী অকুতোভয় নির্জা ভানোত। সব যাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে তাকে।

সত্যিকারের সেই ঘটনা তুলে ধরা হয়েছে ‘নির্জা’ চলচ্চিত্রে। সমালোচকদের পাশাপাশি দর্শকদের ব্যাপক সাড়ায় ব্যবসায়িক সাফল্যও পেয়েছে ছবিটি। তাই আইফার সেরা চলচ্চিত্রের সম্মান পেল নির্জা।

এদিকে সেরা অভিনেত্রীর পাশাপাশি বর্ষসেরা স্টাইল আইকন অ্যাওয়ার্ডও পেয়েছেন আলিয়া ভাট। মাদকের কারণে পাঞ্জাবের অস্থিতিশীল দৃশ্যপট নিয়ে সাজানো ‘উড়তা পাঞ্জাব’-এ বিহারি মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি।

ছবিটিতে বিলেতফেরত মাদকাসক্ত রক তারকার ভূমিকায় নৈপুণ্য দেখিয়েছেন শহিদ কাপুর। একই ছবিতে পুলিশ কর্মকর্তা চরিত্রে দারুণ অভিনয় করা দিলজিৎ দোশাঞ্জ জিতেছেন সেরা নবাগত পুরস্কার।

সঙ্গীতে ২৫ বছর ধরে অনবদ্য অবদানের স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান। ‘এমএস ধোনি : দি আনটোল্ড স্টোরি’-তে ভারতীয় ক্রিকেট লিজেন্ড মহেন্দ্র সিং ধোনির সাবেক প্রেমিকার চরিত্রে আবেগময় অভিনয় করেছেন দিশা পাতানি।

সেই সুবাদে তিনি সেরা নবাগতা পুরস্কার জিতেছেন। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন অনুপম খের। নির্জা ভানোতের মায়ের ভূমিকায় হৃদয়ছোঁয়া অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শাবানা আজমী। অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ও অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘পিঙ্ক’ জিতেছে চারটি করে পুরস্কার। ‘নির্জা’র ঘরে পুরস্কার গেছে তিনটি।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সর্বাধিক সাতটি বিভাগে পুরস্কার জিতলেও সবই সঙ্গীত ও কারিগরি শাখার। এ ছাড়া ‘এমএস ধোনি : দি আনটোল্ড স্টোরি’, ‘সুলতান’, ‘ফ্যান’ ও ‘কাপুর অ্যান্ড সানস’ সেরা হয়েছে দুটি করে বিভাগে। এবার ছিল আইফার ১৮তম আসর। এ আয়োজন উপস্থাপনা করেন বলিউড তারকা সাইফ আলী খান ও পরিচালক করণ জোহর। তাদের সঙ্গে একটি সেগমেন্টে যোগ দেন ‘ঢিশুম’ তারকা বরুণ ধাওয়ান। তিনি পেয়েছেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার।

রোববার ছিল বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফের জন্মদিন। এদিন তিনি ‘কালা চশমা’সহ নিজের অভিনীত ছবির জনপ্রিয় গানগুলোর তালে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া কোমর দুলিয়ে অনুষ্ঠান মাতিয়েছেন সালমান খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ‘রাবতা’ জুটি সুশান্ত সিং রাজপুত ও কৃতী স্যানন।

এবারই প্রথম আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হল নিউইয়র্ক সিটিতে। এ উপলক্ষে বহু বলিউড তারকা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৪ জুলাই থেকে শুরু হয় আইফার বিভিন্ন আয়োজন। তিন দিন বেশ হাসি-আনন্দে কেটেছে বলিউড তারকাদের। আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছে উইজক্রাফট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট।

অন্যান্য বিভাগে আইফা মনোনীতরা হলেন- সেরা পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী (পিঙ্ক), সেরা নবাগত অভিনেতা দিলজিৎ দোশাঞ্জ (উড়তা পাঞ্জাব), সেরা গল্পকার শাকুন বাত্রা ও আয়েশা দেবিত্রি ধিলন (কাপুর অ্যান্ড সানস), সেরা গায়িকা : তুলসী কুমার (সোচ না সাকে, এয়ারলিফট), কনিকা কাপুর (দা দা দশ, উড়তা পাঞ্জাব), সেরা সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা আবহ সঙ্গীত প্রীতম চক্রবর্তী (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা গায়ক অমিত মিশ্র (বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা খল অভিনেতা : জিম সর্ব (নির্জা), সেরা শব্দসজ্জা প্রণব শুক্লা (মিরজিয়া), সেরা পোশাক পরিকল্পনা মনীষ মালহোত্রা (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা চিত্রগ্রাহক অনিল মেহতা (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা শব্দগ্রহণ অ্যায় দিল হ্যায় মুশকিল, সেরা চিত্রনাট্যকার রিতেশ শাহ (পিঙ্ক), সেরা সংলাপ রচয়িতা রিতেশ শাহ (পিঙ্ক), সেরা সম্পাদনা বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় (পিঙ্ক), সেরা শিল্পনির্দেশক অপর্ণা সুদ ও আনা ইপে (নির্জা), সেরা অ্যাকশন সুলতান, সেরা শব্দ মিশ্রণ অনুজ মাথুর (সুলতান), সেরা স্পেশাল ইফেক্টস রেড চিলিজ ভিএফএক্স (ফ্যান), সেরা রূপসজ্জাকর গ্রেগ ক্যানম (ফ্যান), সেরা নৃত্যপরিচালক আদিল শেখ (কাপুর অ্যান্ড সানস), বর্ষসেরা নারী তাপসী পান্নু।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com