বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

থ্যালাসেমিয়াকে জানুন, সচেতন হোন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ৮ মে, ২০২২
  • ২১ বার পড়া হয়েছে

থ্যালাসেমিয়া রক্তস্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা-মা উভয়ে যদি ত্রুটিপূর্ণ জিন বহন করেন তাহলে তাদের সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করতে পারে। সচেতনতার অভাবে আমাদের দেশে এই রোগের বাহকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ব্যাপক জনগোষ্ঠী এখনো এই রোগ সম্পর্কে সচেতন নয় এবং বাহক নির্ণয় হয়নি। ফলে বাহকের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ ৮ মে পালিত হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২২। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হচ্ছে—‘থ্যালাসেমিয়া :নিজে জানি, যত্নবান হই এবং অপরকে সচেতন করি’। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে থ্যালাসেমিয়া রোগের প্রতিষ্ঠিত কোনো ডাটা নেই। তবে আমাদের পর্যবেক্ষণ, বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ থেকে ১২ শতাংশ মানুষ এই থ্যালাসেমিয়া রোগের বাহক, কিন্তু তারা থ্যালাসেমিয়ার রোগী নন। প্রতি বছর এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে ১০ থেকে ১২ হাজার শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, বাংলাদেশের জনসংখ্যার ৭ শতাংশ অর্থাৎ প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। থ্যালাসেমিয়া বাহকদের পরস্পরের মধ্যে বিয়ের মাধ্যমে প্রতি বছর নতুন করে ৭ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে। থ্যালাসেমিয়া রোগীরা প্রতি মাসে এক থেকে দুই ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। চিকিৎসা না করা হলে এ রোগীরা রক্তশূন্যতায় মারা যায়।

বিশেষজ্ঞরা আরো বলেন, আমরা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে এখনো সচেতন করতে পারিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় এই রোগটিকে গুরুত্ব দিয়েছে। এই রোগ প্রতিরোধে সরকারি-বেসরকারিভাবে জেলা উপজেলা পর্যায়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। বাহক নির্ণয় করতে হবে এবং বাহকে বাহকে বিয়ে বন্ধ করতে পারলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

থ্যালাসেমিয়া রোগের একমাত্র চিকিৎসা—বোনম্যারু ট্রান্সপ্ল্যান্ট, যা অত্যন্ত ব্যয়বহুল। তবে আমাদের দেশে থ্যালাসেমিয়ার রোগীদের মধ্যে এখনো বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট এখনো শুরু হয়নি। অন্য যে চিকিৎসা তাও ব্যয়বহুল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও থ্যালাসেমিয়ার চিকিৎসা প্রটোকল মেনে চিকিৎসা দিলে একজন থ্যালাসেমিয়ার রোগী দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আর এই রোগীদের বাঁচিয়ে রাখতে গেলে তাদের প্রধান উপাদান হচ্ছে নিরাপদ রক্ত। সারা জীবন এই রোগীদের অন্যের রক্তে বেঁচে থাকতে হয়। বারবার রক্ত নেওয়ার ফলে তাদের শরীরে কিছু অঙ্গে ক্ষতিকর আয়রণ জমে যায়, এই অপ্রয়োজনীয় আয়রণ বের করতে কিছু ওষুধ তাদের খেতে হয়, যা অনেক দামি। তবে আশার কথা হচ্ছে, এখন ঐ ওষুধগুলো আমাদের দেশেই তৈরি হয়। তবে তা ব্যয়বহুল। এছাড়া তাদের খাদ্যাভাস ভালো রাখতে হয় এবং নিয়মিত টেস্ট করাতে হয়। তাদের বাঁচিয়ে রাখতে প্রফুল্ল জীবন যাপন করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বংশানুক্রমের ব্যাপারটা হলো—বাবা-মা দুই জনেই যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হয় তাহলে কিছু সন্তান সুস্থ হবে, আবার কিছু সন্তান রোগী অথবা বাহক হবে। বাবা-মা দুই জনই যদি রোগী হয় তাহলে সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। আবার যদি মা-বাবার একজন রোগী হয়, অন্যজন সুস্থ হয় তাহলে কিছু সন্তান বাহক হবে; কিন্তু সুস্থ হবে। তার মানে হলো রোগটি মা-বাবার থেকেই বাচ্চার মধ্যে সঞ্চালিত হয়। তাই যদি বিয়ে করার আগে রক্তের পরীক্ষা করে নেওয়া যায় যে, পাত্র বা পাত্রী কেউই বাহক বা রোগী নয়, তাহলে রোগটি সঞ্চালিত হতে পারবে না।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের নির্বাহী পরিচালক, ডা. এ কে এম একরামুল হোসেন বলেন, বাংলাদেশের জেলা পর্যায়ে সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে একটি করে থ্যালাসেমিয়ার সেন্টার করা হোক। যেখানে থ্যালাসেমিয়ার রোগীদের আধুনিক প্রটোকল অনুযায়ী বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। তিনি বলেন, আমাদের ৬ হাজার রেজিস্টার্ড থ্যালাসেমিয়ার রোগী আছে, যাদের ৮০ ভাগ রোগীর আর্থিক অবস্থা ভালো নয়। সেই রোগীরা যেন জেলা পর্যায়ে আধুনিক প্রটোকল মেনে চিকিৎসা নিতে পারে। এছাড়া জেলা উপজেলা পর্যায়ে সচেতনতা তৈরি করে, বাহক নির্ণয় করতে পারি এবং বাহকে বাহকে বিয়ে বন্ধ করতে পারলে এই রোগ প্রতিরোধ সম্ভব।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com