বাংলা৭১নিউজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় আদালতের মামলা উপেক্ষা করে জনৈক কছিম উদ্দিন প্রামানিকের ফসলি জমি জোর পূর্বক দখল করে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে এলাকায় উত্তেজনা বাড়ছে।
জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের বেড়াগ্রাম এলাকার বেড়াগ্রাম দক্ষিণপাড়ার রাস্তা তৈরির জন্য একই গ্রামের মৃত ময়েজ ফকিরের পুত্রদ্বয় দুলাল ফকির ও মজিদ ফকির এলাকার ক্ষমতাসীন দলের চেয়ারম্যান মেম্বারের ছত্রছায়ায় প্রায় ১ মাস পূর্বে বেড়াগ্রাম থেকে দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করে। ওই গ্রামের মৃত অহির উদ্দিন প্রামানিকের পুত্র কছিম উদ্দিন প্রামানিকের প্রায় ১০ থেকে ১২ শতক জমি দখলে নেয়।
এতে কছিম উদ্দিন প্রামানিক বাঁধা দেয়। ক্ষমতাসীন দলের চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে রাস্তা তৈরির কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে গত ৮ জুন কছিম উদ্দিন প্রামানিক নিজেই বাদি হয়ে ৫ জনকে বিবাদী করে জেলা বগুড়ার দুপচাঁচিয়া থানা সহকারি জজ আদালতে মামলা নং ৪৮/২০১৭ (অন্য) দায়ের করে।
মামলা দায়েরের বিষয়টি প্রকাশ পেলে রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এ দিকে আদালতে উক্ত মামলা চলাকালীন প্রায় ১ মাস পর গত ৮ জুলাই শনিবার ভোর থেকে মামলার বিবাদিরা ক্ষমতাসীন ওই প্রভাবশালী জন প্রতিনিধিদের ছত্রছাত্রায় তাদের ভাড়া করা ২০ থেকে ২৫ জন শ্রমিক নিয়ে এসে কছিম উদ্দিনের জমির মাটি কেটে তার জমি উপর দিয়েই রাস্তা তৈরি করতে থাকে। এতে কছিম উদ্দিন প্রামানিক ও তার পুত্র মোমতাজুর রহমান প্রামানিক বাঁধা দেয়। তারা বাঁধা উপেক্ষা করে রাস্তা তৈরির কাজ করতে অব্যাহত রাখে।
এতে উত্তেজনাও দেখা দেয়। কছিম উদ্দিন প্রামানিকের পুত্র মোমতাজুর রহমান প্রামানিক দাবি করেন একই মাঠে অন্যদের জমি থাকা সত্বেও তাদেরই প্রায় ১০ থেকে ১৫ শতক জমি জোরপূর্বক দখল নিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে তারা প্রায় ৩ লক্ষাধীক টাকার ক্ষতির আশংঙ্কা করছে। এ দিকে আদালতে মামলা চলাকালীন কছিম উদ্দিন প্রামানিকের জমির উপর রাস্তা তৈরির ঘটনায় এলাকায় উত্তেজনাও বাড়ছে।
বাংলা৭১নিউজ/জেএস