বাংলা৭১নিউজ, টাঙ্গাইল প্রতিনিধি : উজানের ঢল অব্যাহত থাকায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। আর এতে করে টাঙ্গাইলে বিপদসীমার ৭১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
বৃহস্পতিবার সকাল থেকে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। বন্যায় টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়ন, কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার দুটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফলে যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে যমুনা নদীর পনি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস