পবিত্র রমজান মাসের প্রশ ২০ দিন পর্যন্ত মদিনা নগরীর মসজিদে নববিতে ১৪ লাখ ৭৭ হাজার ২৪৬ জন মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় পবিত্র রওজা শরিফ জিয়ারত করেছেন ৯ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন মুসল্লি। আজ শনিবার (২৩ এপ্রিল) সৌদির বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
বিপুল পরিমাণ মুসল্লির ব্যবস্থাপনায় আভ্যন্তরীণ কর্মী ছাড়াও বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়া হয়েছে বলে জানায় মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদে নববির ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি আবদুল আজিজ আল আইউবি জানান, মসজিদে আগত মুসল্লিদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীরা সার্বক্ষণিক কাজ করছে। মসজিদের সার্বিক কার্যক্রম ব্যবস্থাপনায় তারা নিয়মিত কাজ করছেন।
বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নানা ধরনের কর্মসূচী হাতে নিয়েছে সৌদি সরকার। ইতিমধ্যে পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের মধ্যে মহামারি প্রাদুর্ভাব, রোগব্যাধি বা জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে এমন কোনো কিছু দেখা যায়নি বলে জানিয়েছেন সৌদির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমরাহ পালনে আসা সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববিতে পর্যাপ্ত পরিমাণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাছাড়া অসুস্থ মুসল্লিদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।
সূত্র : আরব নিউজ
বাংলা৭১নিউজ/এসএইচ