সিগারেটের বকেয়া বিল চাওয়ায় চায়ের কাপ ভেঙে দোকানির গলায় পোঁচ দিয়েছেন এক ক্রেতা। রোববার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানী খিলগাঁও তিলপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় চা দোকানি মো. ফোরকান হাওলাদারকে (৪৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আশরাফুল হক জানান, খবর পেয়ে দোকানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
তিনি জানান, ওই এলাকার এক ব্যক্তি বাকিতে ওই দোকানে চা-সিগারেট মালামাল নিতেন। আজ টাকা চাওয়ায় ওই ক্রেতা ক্ষিপ্ত হয়ে ওই দোকানেরই কাপ ভেঙে তার গলায় পোঁচ দেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ক্রেতা পালিয়ে যান।
মো. আশরাফুল হক জানান, যে এই ঘটনা ঘটিয়েছে তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ