রাজধানীর গুলশানে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেলে আব্দুল লতিফ (৪৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) ভোর ছয়টার দিকে গুলশান-২ এর ৯২ নম্বর সড়কের শেষ মাথায় এই দুর্ঘটনা ঘটে। এতে আব্দুল লতিফ গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান।
নিহত আব্দুল লতিফের শ্যালক মানিক মিয়া জানান, আমার দুলাভাই রাজধানীর নর্দা এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। ভোরে কারওয়ার বাজার থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান করে নর্দা যাচ্ছিলেন। পথে গুলশান এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে আব্দুল লতিফ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া নয়টার দিকে মারা যায়।
আব্দুল লতিফ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের সন্তান। তিনি রাজধানীর নর্দা এলাকায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ