সাভারে পুলিশ পরিচয়ে এক চিকিৎসককে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত ওই চিকিৎসকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সাভার বাজার রোড এলাকার নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে গত শনিবার ওই চিকিৎসককে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ চিকিৎসকের নাম এস আর নজরুল ইসলাম। এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।
পুলিশ বলছে, গত শনিবার রাতে নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে ডা. এস আর নজরুল ইসলামকে চোখ বেঁধে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। গতকাল রোববার রাতে ওই চিকিৎসকের পরিবার এ নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ‘ওই চিকিৎসকের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ