বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা দুই আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, পথে পথে নানা দুর্ভোগ ঈদের আনন্দ বাড়িয়েছে বিকাশ অ্যাকাউন্টে পাঠানো রেমিটেন্স ঈদুল আজহায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত বোতলজাত পানির দাম কেন বাড়লো, খবর নিয়ে ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের ধনকুবেরের পুত্রের বিয়ে: ২ লাখ টাকার মিনি ড্রেসে নজর কাড়লেন কিয়ারা

যৌথ প্রযোজনার ছবি নিয়ে গেম খেলা হচ্ছে : শাকিব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ফারুককে ‌‘কটাক্ষ’ করে কখনোই কিছু বলেননি শাকিব খান। আজ(২ জুলাই) বিকেলে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেয়ার সময় একথা বলেন তিনি।

শাকিব খান বলেন, ‘আমি ফারুক ভাইকে কোনো বাজে কথা বলিনি। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমি তাকে সবসময় সম্মান করি।’ তিনি বলেন, ‘ফারুক ভাইকে মিসগাইড করা হয়েছে। কোনো এক তৃতীয়পক্ষ তাকে ভুল বুঝাচ্ছে বলে আমার ধারণা।’

কে বা কারা এই তৃতীয়পক্ষ? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘ভালোমন্দ মানুষ সব জাগায়া আছে। তেমনি দুইপক্ষ থাকলে সেখানে তৃতীয়পক্ষও আছে।’ তিনি বলেন, ‘এছাড়া আলমগীর সাহেবকেও আমি অনেক সম্মান করি। তিনি আমার বাবার মত। অনেকসময় তাকে আমি বাবা বলেও ডাকি।’

শাকিব বলেন, ‘আমি বলতে চাই কারো মুখের কথা শুনে দ্বন্দে জড়ানো উচিৎ নয়। যারা আমাকে অন্যের কথা শুনে আমাকে ভুল বুঝেছেন একদিন ঠিকই তাদের ভুল ভাঙবে বলে আমি মনে করি। কবরী ম্যাডামও একটা সময় ভুল বুঝেছিলেন। কদিন আগে তিনি গনমাধ্যমে তার বক্তব্য দিয়ে অবস্থান পরিস্কার করেছেন তিনি এই আন্দোলনকারীদের সঙ্গে নেই।’

সাক্ষাৎকারে শাকিব আরও বলেন, ‘চলচ্চিত্রাঙ্গন চর দখলের জায়গা না যে, এখানে কেউ পজিশন দখল করে নেবে। চলচ্চিত্রাঙ্গনে অভিনয় ও যোগ্যতা দিয়ে টিকতে হয়।’

আলাপের এক ফাঁকে শাকিব আরও বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি নিয়ে পেছন থেকে কেউ গেম খেলছে। কারণ ‘নবাব’ ছবিতে নবাবের ভূমিকায় অভিনয় করেছে বাংলাদেশি অভিনেতা। সেক্ষেত্রে তো অভিযোগ দেয়ার কথা ওপার বাংলার। কিন্তু বাংলাদেশের পক্ষে কেন?’

তিনি আরও বলেন, ‘তথ্যমন্ত্রীর কাছে প্রথমে অভিযোগ দেয়া হয়েছিল ‘বস টু’ ছবির ব্যাপারে। পরে ‘নবাব’ ছবিকে জড়ানো হয়েছে। তাই আমি বলব এ ব্যাপারে কেউ কেউ পেছন থেকে গেম খেলছে।

শেষদিকে তিনি চিত্রনায়িকা বুবলীর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি তার উত্তরসূরি হিসেবে বাপ্পী, সাইমন, শুভ, ইমন, নিরবের অনেক প্রশংসা করেন। তারা অনেক ভালো কাজ করছে। মন দিয়ে নিজেদের ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যাওয়ার পরামর্শও দিলেন শাকিব।

প্রসঙ্গত, ঈদের আগে ‘নবাব’ ও ‘বস টু’ ছবির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ডাকে চলচ্চিত্র প্রদর্শক ও এজেন্ট মালিক সমিতি। সেখানে শাকিবের বক্তব্যকে ভুলভাবে একশ্রেণির মানুষ উপস্থাপন করে ফারুককে বোঝায়। তারপরই ফারুককে ছোট করার পর তোপের মুখে পড়েন শাকিব! কিন্তু আজ শাকিব খান সাক্ষাৎকারে তার বক্তব্যে পরিষ্কার করে জানিয়েছেন, তিনি কিংবদন্তি অভিনেতা ফারুককে বাজে কথা বলেননি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com