রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ফয়সাল আহম্মেদ ধলু (৪৩) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (৩১ মার্চ) র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) মো. খায়রুল কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন অস্ত্রধারী দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর মডেল থানার পোস্তগোলা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। এমন সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল পোস্তগোলা নিউ ঢাকা কটন মিলস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফয়সাল আহম্মেদ ধলুকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি
এএসপি খায়রুল কবীর বলেন, জব্দ অস্ত্রটির কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফয়সাল। এমনকি কোথা থেকে অস্ত্রটি সংগ্রহ করেছেন তারও কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ফয়সাল শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার কাজে অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ