বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একদিনে ২৩২৬ জনের মৃত্যু, শনাক্ত ১০ লাখের কম

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নয় লাখ ৮৯ হাজার ৫১২ জন রোগী। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন নয় লাখ ৬৫ হাজার ৬৫৯ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৮ হাজার ২৭২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ২১ লাখ ১৩ হাজার ৪০৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার ৫৬৯ জন।

করোনায় এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে তিন হাজার ৬৫ জনের মৃত্যু হয়। ওই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জন রোগী। এছাড়া সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৯ হাজার ৯১০ জন।

সোমবার (২৮ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮ হাজার ১৩০ জন। একই সময়ে মারা গেছেন ২৮২ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ১৫ হাজার ৮৪১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৮৯৯ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৩৮ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ২৮০ জন। রাশিয়ায় এখন পর্যন্ত এক কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৬৭ হাজার ৩৫১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে চার হাজার ৯৫২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৬ লাখ ২১ হাজার ৮৮৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ তিন হাজার ৪৬৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২৬ জন।

একদিনে ভারতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৫১ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৬৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৮২ হাজার ২৬২ জন।

ব্রাজিলে একদিনে মারা গেছেন ১১৪ জন। এসময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৩৯ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৪১৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৫৮ হাজার ৯২৬ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ইতালিতে ৮২ জন, জাপানে ৯৮ জন, ইন্দোনেশিয়া ১০০ জন, মেক্সিকোতে ১০১ জন, ফিলিপাইনে ১৩১ জন, থাইল্যান্ড ৮৪, চিলি ৮৩, হংকংয়ে ১৫১ জন করোনায় আক্রান্ত হয়ে মার গেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com