চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই নেতার অনুসারীদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের পাশে বিজয়ের নেতা শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ও সাবেক অর্থ সম্পাদক এসএম জাহেদুল আওয়ালের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১টার দিকে মোহাম্মাদ ইলিয়াসের সমর্থকেরা আলাওল হল ও এফ রহমান হল থেকে মিছিল বের করে পরিবহন দপ্তরের সামনে গেলে জাহেদুল আওয়ালের সমর্থকেরা তাদের বাধা দেয়। এ নিয়ে ঘটনাস্থলে তাদের মাঝে কথা-কাটাকাটি হয়।
এ ঘটনার খবর দ্রুত সোহরাওয়ার্দী হল, আলাওল হল ও এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের দুই নেতার অনুসারীর মধ্যে জানাজানি হলে হলগুলোতে তীব্র উওেজনা দেখা দেয়। তবে এ উত্তেজনা সংঘর্ষে রূপ নেওয়ার আগেই পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের বিজয় গ্রুপের দুই কর্মীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছে এবং আমরা এটা মিটিয়ে দিয়েছি। তবে এ নিয়ে পুরো দলের মধ্যে কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এ নিয়ে এখন কোনো সমস্যা নেই এবং পরিস্থিতি আপাতত শান্ত আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ