শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা কোটা আন্দোলনের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

স্ত্রীর টাকায় নেশা-জুয়া, হিসাব চাওয়ায় খুন

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৭ বার পড়া হয়েছে

প্রায় সাত মাস আগে বিয়ে হয় পারুল আক্তার ও শান্ত মল্লিকের। শান্ত মল্লিক বিদেশে যাওয়ার কথা বলে পারুলের কাছ থেকে এক লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নেন। বিদেশ না গিয়ে নেশা করে ও জুয়া খেলে তা শেষ করে ফেলেন। টাকার হিসাব চাওয়ায় দাম্পত্য কলহের জেরে খুন হন পারুল আক্তার।

রোববার (২০ মার্চ) দুপুরে সিআইডির এলআইসি শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আমিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টা থেকে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে পারুলকে হত্যা করেন স্বামী শান্ত মল্লিক।

হত্যাকাণ্ডের পরপরই ঘাতক স্বামী আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভিকটিমের বাবা অলী আহম্মদ শান্ত মল্লিকের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

পরে শনিবার (১৯ মার্চ) রাতে শরিয়তপুর পালং থানা এলাকা থেকে শান্ত মল্লিককে গ্রেফতার করা হয়।

খায়রুল আমিন বলেন, পারুল আক্তার প্রায় সাত বছর জর্ডানে চাকরি করে টঙ্গীর দাড়াইল এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। সেখানেই বসবাস করছিলেন তিনি। জর্ডানে থাকাকালে শান্ত মল্লিকের বোন তামান্নার সঙ্গে পারুলের সুসম্পর্ক ছিল। সেই সুবাদে শান্ত মল্লিকের সঙ্গে পারুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় সাত মাস আগে দুই লাখ টাকা দেনমোহরে ইসলামি শরীয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের পর শান্ত মল্লিক বিদেশে যাওয়ার কথা বলে পারুল আক্তারের কাছ থেকে এক লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নেন। তবে নেশা করে ও জুয়া খেলে তা শেষ করে ফেলেন।

অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আমিন বলেন, বেশ কিছুদিন পর পারুল বিদেশ যাওয়া এবং তার কাছ থেকে নেওয়া টাকা ও স্বর্ণালংকারের বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তাদের মধ্যে কলহ দেখা দেয়। টাকা চাওয়া নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শান্ত মল্লিক পারুলের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘরের দরজা বন্ধ করে দ্রুত পালিয়ে যান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com