মস্কো-ভিত্তিক ক্যাসপারস্কি ল্যাবের তৈরি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিল জার্মানির সাইবার নিরাপত্তা সংস্থা- বিএসআই। জার্মান সংস্থাটির তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, ক্যাসপারস্কি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করলে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়বে।
বিএসআই বলেছে, রাশিয়া ভিত্তিক সাইবার-নিরাপত্তা সংস্থাটিকে রাশিয়ান সরকারি এজেন্টরা ব্যবহার করতে পারে। আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বিদেশে আইটি সিস্টেম হ্যাক করতে ক্যাসপারস্কি ব্যবহার করতে পারে রাশিয়ান এজেন্টরা। তাছাড়া এজেন্টরা গোপনে এর প্রযুক্তি ব্যবহার করে সাইবার আক্রমণও শুরু করতে পারে বলে জানিয়েছে জার্মান সংস্থা।
অবশ্য ক্যাসপারস্কি এক বিবৃতিতে বলেছে যে, তারা ব্যক্তিগতভাবে পরিচালিত কোম্পানি। তাদের সঙ্গে রাশিয়ান সরকারের কোনো সম্পর্ক নেই।
সংস্থাটির তরফে আরও বলা হয়েছে, জার্মান সংস্থা বিএসআইয়ের সতর্কবার্তাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি স্পষ্ট করার জন্য ক্যাসপারস্কির তরফে বিএসআই-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
জার্মান সাইবার নিরাপত্তা সংস্থা- বিএসআইয়ের তরফে ক্যাসপারস্কির বিরুদ্ধে এমন এক সময় সতর্কতা জারি করা হয়েছে, যখন রাশিয়া ইউক্রেনের রাজধানীতে অনবরত গোলাবর্ষণ করে চলেছে।
এদিকে, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার বিরুদ্ধে সুরও চড়িয়েছে জার্মানি। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার থেকে গ্যাস কেনাও বন্ধ করে দিয়েছে দেশটি।
এই আবহে জার্মান সংস্থা এবং সরকারি অফিসগুলোকে হ্যাকিং থেকে সতর্ক থাকতে বলেছে বিএসআই।
এদিকে ক্যাসপারস্কি সফটওয়্যার হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার। বহু সংস্থা তাদের অফিসেই এই অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। এছাড়া ব্যক্তিগতভাবেও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে এই অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারটি। সূত্র- হিন্দুস্তান টাইমস।
বাংলা৭১নিউজ/এমকে