বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি ও তার নাতনির প্রাণ গেছে।
কাজিরশিমলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান।
নিহতরা হলেন-ওই উপজেলার নঁওদার গ্রামের আব্দুস সোবাহান (৫৬) ও তার নাতনি সুমি আক্তার (১১)।
ওসি বলেন, সকালে এক ব্যক্তি তার নাতনিকে সঙ্গে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন।
“পথে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জাকিউর জানান।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস