রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

অটোরিকশাচালক রাসেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৮ বার পড়া হয়েছে

সাভারে হত্যার এক বছর পর অটোরিকশাচালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ মঙ্গলবার সকালে হত্যাকারীকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি (তদন্ত) কামাল হোসেন।

ডিবি পুলিশ জানান, সাভারের হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকায় কাদের মিয়ার বাড়ির ভাড়াটিয়া লাজু মিয়া ওরফে রাসেল (২৮) স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পরে গত বছরের ৩০ মার্চ সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় অটোরিকশাচালক লাজু মিয়া ওরফে রাসেলকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যা করেন ওসমান গণি। হত্যার পর তিনি অটোরিকসাটি ছিনতাই করেন।

পরে হত্যাকাণ্ডের পরদিন সকালে সাভার মডেল থানা পুলিশ কর্তৃক রাসেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়।

এ ঘটনায় নিহত অটোরিকশাচালকের পরিবারের সদস্যরা অজ্ঞাতনামা আসামিদের নামে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি মামলাটির ছায়া তদন্ত শুরু করেন।

এরপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোগড়াকান্দা এলাকার একটি বাড়ি থেকে পলাতক আসামি ওসমান গণিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এ সময় পুলিশ ছিনতাইকৃত অটোরিকসাটি উদ্ধার করেন। পাশাপাশি চুরি হওয়া অটোরিকশা কেনার অভিযোগে আমিনবাজার এলাকা থেকে মোক্তার হোসেন (৪৬) ও আব্দুল সোবাহান (৪৬) নামের দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির নামে ডিবি পুলিশ সাভার মডেল থানায় মামলা দায়ের করার পর আসামিদের আদালতে পাঠান হয়।

দীর্ঘদিন পরে হলেও হত্যাকারীকে গ্রেপ্তার ও রহস্য উৎঘাটন করায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com