সুইডেনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত নাজমুল ইসলামকে ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নাজমুল ইসলাম ১৫ তম বিসিএস ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি জেদ্দা, বেইজিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ