বইমেলায় এসেছে শিল্পী নাজনীনের তৃতীয় গল্পগ্রন্থ ‘মায়াফুল ও সাপের গল্প’। এতে আছে ভিন্ন ভিন্ন বিষয় ও আঙ্গিকে রচিত মোট ১৫টি গল্প।
আলোর আড়ালে লুকিয়ে থাকে যে অন্ধকার, জীবনের অন্য পিঠে ছড়িয়ে থাকে যে অব্যক্ত কথামালা, সেদিকে আলো ফেলে পাঠককে সেই কথামালাকে ব্যক্ত করার চেষ্টাই ‘মায়াফুল ও সাপের গল্প’ বইটির মূল লক্ষ্য।
বইটির প্রত্যেকটি গল্পে, যা পাঠককে ভাবায়, তাড়িত করে, আচ্ছন্ন করে সেটি তুলে আনার চেষ্টা করা হয়েছে। জীবন, সংসার, সমাজ ও রাষ্ট্র নামক খাঁচায় বন্দি হয়ে ক্রমাগত মানুষের যে অর্থহীন বৃত্তাবর্তন, গল্পগুলো মূলত তারই সারাৎসারকে উগরে দেয় পাঠকের সামনে।
বইটি অমরাবতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন হামিম কামাল। বইটি মূল্য ২০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় অমরাবতী প্রকাশনীর ৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ